নির্মাতা ভিকি জাহেদ ইতিমধ্যে থ্রিলার নির্মাতা হিসেবে দর্শকদের মধ্যে পরিচিতি পেয়েছেন, তবে রোমান্টিক কাজ খুব একটা করেননি। এবারের ভালোবাসা দিবসে তিনি 'নীল সুখ' নামে একটি ওয়েব চলচ্চিত্র নির্মাণ করেছেন, যা ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে। এই সিনেমাটি প্রয়াত ঔপন্যাসিক ও নির্মাতা হুমায়ূন আহমেদকে উৎসর্গ করেছেন, যাকে তিনি তাঁর আদর্শ হিসেবে মানেন।
ভিকি জাহেদ বলেন, এটি তার দীর্ঘদিনের ইচ্ছা ছিল যে, তিনি কোনো কাজ হুমায়ূন আহমেদকে উৎসর্গ করবেন। 'নীল সুখ' সিনেমায় হুমায়ূন আহমেদের ছাপ রাখার চেষ্টা করেছেন তিনি। সিনেমাটি একটি নিখাদ ভালোবাসার গল্প হলেও, ভিকির স্বাভাবিক কাজের মতো এটি একটু জটিল হয়ে উঠেছে।
এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী এবং রেহান, যারা প্রথমবারের মতো জুটি হয়ে পর্দায় আসছেন। ভিকি জাহেদ এই জুটির সম্পর্কে মন্তব্য করে বলেন, তিনি চান নতুনত্ব নিয়ে আসতে এবং মেহজাবীনের মতো প্রতিষ্ঠিত অভিনেত্রীর বিপরীতে রেহানের মতো তরুণ অভিনেতাকে পর্দায় আনতে চ্যালেঞ্জ নিয়েছেন।